Welcome to ManStone Outsourcing BD
Welcome to
ManStone Outsourcing BD
সুস্বাগত এবং ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। জীবন সংক্ষিপ্ত কিন্তু দায়িত্ব অনেক। সামাজিক দায়-বদ্ধতা থেকেই আমাদেরকে সর্বোতভাবে সহযোগীতার বিশেষ অনুরোধ রইলো।
আপনার একটি সুপরামর্শ আমাদের চলার পথকে যেমন করবে গতিময় তেমনি আমাদেরকে করবে নতুন নতুন চ্যালেন্জ মোকাবেলায় অনুপ্রাণিত। প্রযুক্তির সর্বোচ্চ উন্নতির নব নব দিগন্ত উন্মোচনায় উন্নত বিশ্ব সভ্যতা যখন উল্লসিত ঠিক তখন আমরা জীবনে একটু সুন্দরভাবে বেচে থাকার লড়াইয়ে সংগ্রামমুখর । অনুন্নত, অপরিকল্পিত ব্যবস্থাপনায় মেধার সর্বোচ্চ ব্যবহার যেখানে দারুণভাবে অবহেলিত সেখানে বিশ্বপ্রতিযোগীতায় নিজেকে উপস্থাপন সত্যিই স্বপ্ন মনে হয়। তবে থেমে নেই আমরা , থেমে নেই দেশপ্রেমিক মেধাবীরা। কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও বিশ্ব সভ্যতায় নিজেদেরকে উপস্থাপন, বেকারত্ব সমাধানে নানা পদক্ষেপ গ্রহণ, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশাল মানব গোষ্ঠীকে তথা তরুণ-তরুণী এবং যুব সমাজকে কাজে লাগানোর সময়োপযোগী নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারী-বেসরকারীভাবে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়েই আমরা থেমে যেতে চায় না, চাই আমরাও এ মিছিলে যোগ দিয়ে নিজেদের সামাজিক দায়িত্ব পালন করতে। এজন্যই ওপেন করা হয়েছে ManStone Outsourcing BD যা সেতুবন্ধন হিসাবে কাজ করবে। যদি আমরা ফিরে তাকাই , স্বাধীনতার পর দীর্ঘ্য পথ পাড়ি দেওয়ার পরেও জাতীয়ভাবে আমরা আমাদের মৌলিক চাহিদা যেমন পুরোপুরি পূরণ করতে পারিনি, তেমনি দারিদ্রতার কষাঘাতে জর্জরিত এ বিশাল জনপোষ্ঠিকে কর্মমূখর করতে পারিনি, পারিনি তাদের মেধাশক্তিকে কাজে লাগিয়ে দেশকে উন্নতির শিখরে আরোহন করাতে। যদি আমরা দেখি যে , আমাদের বর্তমানে জাতীয় সমস্যা কি কি । তাহলে দেখবো- শিক্ষিত বিশাল এক জনগোষ্ঠি বর্তমানে বেকারত্বের অতল গহবরে হাবুডুবু খাচ্ছে।
” আর নয় হতাশা, নতুন প্রভাতের সূচনা” এই স্লোগানকে সামনে রেখে আমরা বাস্তব ও সময়োপযোগী ৭টি পদক্ষেপ গ্রহণ করেছি :
01. Freelancing Training,
02. Website & Graphic Design with SEO & Google Top Ranking,
03. SEO and SMM/ Digital Marketing,
04. Forex Business Development,
05. IT Consulting and Training etc.
06. Career & Job Oriented Training
07. Business Development Training
পরিষেবা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী আইটি পরিষেবার অধীনে আমরা স্থানীয় থেকে দেশে এবং বিশ্বব্যাপী পৌঁছানোর বিভিন্ন উপায় সরবরাহ করি। বর্তমান শতাব্দীতে প্রযুক্তির চরম উন্নয়নের ধারায় প্রতিটি মানুষের প্রতিভা বিকাশ, জীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন এবং যেকোন সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করার সব ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে ইতিবাচক অবস্থায় রূপান্তর করার দৃঢ় পদক্ষেপ নিয়েছি।
.png)
Comments
Post a Comment