ManStone Outsourcing BD
মানুষ মানুষের জন্য। বিশ্বায়নের এযুগে আইটি পরিষেবার বিশাল সাম্রাজ্যে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক ব্র্যান্ড ইমেজকে ঊর্ধ্বমুখী করতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। এই লক্ষ্যে আমরা ইতিমধ্যে ফ্রিল্যান্সিং ট্রেনিং, ফরেক্স বিজনেস ডেভেলপমেন্ট, কাস্টম সফটওয়্যার, ওয়েব ডিজাইন এণ্ড ডেভেলপমেণ্ট, আইটি পরামর্শ ও প্রশিক্ষণে বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণে নানা ধরণের উদ্যোগ নিয়েছি।
আমরা ডিজিটাল সমৃদ্ধির সম্ভাবনা নিয়ে কাজ করছি। পরিবেশন, সৃজনশীলতা এবং উদ্ভাবনী আইটি পরিষেবার অধীনে আমরা স্থানীয় থেকে দেশ ও বিশ্বব্যাপী পৌঁছানোর নানামূখী উপায় প্রদান করি। আমরা বর্তমান শতাব্দীর প্রযুক্তির চরম উন্নয়নের ধারায় প্রতিটি মানুষের মেধা বিকাশ, জীবনমূখী কাংখিত সফলতা অর্জন এবং যে কোন সমস্যার সম্ভাব্য সমাধানের উপায় বের করার সাথে সাথে সব ধরণের নেগেটিভ অবস্থাকে পজেটিভ অবস্থায় পরিবর্তন করার পদক্ষেপ নিয়েছি। ব্যর্থতা চাই না, সফল হতে চাই।
ManStone Outsourcing BD এর পরিষেবাগুলির মধ্যে রয়েছে -
১. ওয়েবসাইট ডিজাইন।
২. ওয়েব-ভিত্তিক সফ্টওয়্যার (ওয়েব অ্যাপ্লিকেশন) ডেভলপমেন্ট।
৩.গ্রাফিক ডিজাইন।
৪. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এস.ই.ও. - ডিজিটাল মার্কেটিং)।
৫. লিড জেনারেশন এবং ওয়েবসাইট রিসার্চ।
৬. সোশ্যাল মিডিয়া মার্কেটিং (এস.এম.এম.)।
৭. আইটি পরামর্শ এবং প্রশিক্ষণ।
৮. ওয়েবসাইট এবং ব্লগ এর কনটেন্ট লেখন (বাংলা,
আরবী, ইংরেজি) ।
যোগাযোগের ঠিকানা:
ওয়েবসাইট:
https://sites.google.com/view/manstoneoutsourcingbd/home
.png)
Comments
Post a Comment